গত ১ লা মে, কলেজ অফ জ্যোতির্বিদ্যার শিক্ষক মন্ডলী, উপস্থিত হয়েছিলাম দমদম রবীন্দ্র ভবনে আর্য্যভট্ট ফাউন্ডেশন এর কর্ণধার পন্ডিত অনিমেষ শাস্ত্রী র আমন্ত্রণে। এই সংস্থার ১৩তম বার্ষিক অনুষ্ঠান, সুচারুরূপে সুসম্পন্ন হয়েছিল সুদক্ষ সঞ্চালিকার সুপরিচালনায়। ভারতের বিভিন্ন প্রান্ত থেকে বিদগ্ধ জ্যোতিষীরা এসেছিলেন দুইদিন ব্যাপি এই মহা মিলন উৎসবে।আমরাও এই মঞ্চে সম্বর্ধিত হয়ে বিশেষভাবে আনন্দিত হলাম। শ্রী অনিমেষ শাস্ত্রী, শ্রীমতী সঙ্গীতা তালুকদার, ডঃ নারায়ণ শাস্ত্রি, শ্রী অজয় ঘোষ কে ধন্যবাদ জানাই এতো ভালো একটি অনুষ্ঠানের অংশীদার করার জন্য। ওনাদের এবং আর্য্যভট্ ফাউন্ডেশন উত্তরোত্তর সাফল্যকামনা করি |
Related Posts
Vastu Tips By Rama Sanyal
বাড়ির বাস্তু জ্ঞানঃ ১। উত্তর পূর্ব দিকঃ জমি বা বাড়ির উত্তর পূর্ব দিক বা কোনকে ঈশান কোন বলা হয়। বাস্তু মতে এই কোনের গুরুত্ব অপরিসীম।…
Rama Sanyal at Singur Hooghly
৩১ এ অক্টোবর ও ১লা নভেম্বর,২০২১ ও সোমবার আদি গুরু শঙ্করাচার্য মন্দির ও সোশ্যাল ডেভলপমেন্ট ট্রাস্টের উদ্যোগে হুগলী জেলার সিঙ্গুর অঞ্চলে বরা বর্গক্ষেত্রীয় গ্রামে পুরোহিত…