Astrologer in Howrah – Kolkata
Astrologer in Howrah Dr. Rama Sanyal, born at Jalangi Murshidabad, father Late Dr Ram Narayan Chakroborty(MD), mother Late Smt Jayanti Chakroborty, education started at Sagarpara High School (Sagarpara, Murshidabad), College – Baharampur Girl’s College [B.Sc. (Bio)], B.Ed , MA (Music) from Varanasi University, Astrology – Krishnamurthi Instt. Of Astrology, Kolkata. Double Gold Medalist (KIA), Jyotish Sastri, Jyotish Vidyabaridhi, Jyotish Vidyabhusan, Jyotish Sagar (Varanasi), Jyotish Samraggi, Aryabhatta Award, Gorakhananda Award-Gorakhpur, Astro Venus-Ranchi, Nari Shakti Award-Tripura, Maa Bagalamukhi Bramhavidya Award-Ranchi, Best Astrologer Uttam Kumar Award-2015, 2016-Kolkata, Ex-Chairperson – Astrology and Astrologers Welfare Association, Kolkata; Principal – Howrah Vedic Astrological Research Center; State Executive – Global Astro Club, Srilanka. She has started education on astrology from 2001, afterwards she completed her Bachelar, Masters and Ph.D from Krishnamurthi Institute of Astrology, Kolkata, Palmistry from Dr. D. K. Baidya, Ujjain, Madhyapradesh, Vastu from Pandit Satya Prakash Gupta, Varanasi.
Astrology Prediction India
She works heard for research works on Astrology. Whenever she predicts a horoscope, she deeply tries to understand the root of the cause of the person’s life and listens patiently about the problems to assist with the best possible solution. Her motherly touch attracts everyone. Now-a-days she is busy in doing research work on Spiritual healing. Rama Sanyal is not only a renowned astrologer but also expert on Palmisty and Vastu Sastra. Furthermore she is also a Social worker, used to support financially to the orphan and poor intelligent students, poor Spastic babies, financial support to the poor girls during their marriage, she used to help physically, mentally and financially to flood effected peoples. She is full of vitality, and she is famous to all as “DIDI”.
ডঃ রমা সান্যাল, কোলকাতার একজন স্বনামধন্যা জ্যোতিষী
ডঃ রমা সান্যাল, কোলকাতার একজন স্বনামধন্যা জ্যোতিষী। জন্ম পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার জলঙ্গির বাঘমারা গ্রামে। পিতা ঈশ্বর ডঃ রাম নারায়ন চক্রবর্তী(স্বনামধন্য ডাক্তার), মাতা ঈশ্বরী জয়ন্তি চক্রবর্তী। পড়াশুনা শুরু করেন সাগরপাড়া হাই স্কুল থেকে, বহরমপুর গার্লস কলেজ থেকে বি.এস.সি.(বায়ো) ও বেনারস ইউনিভার্সিটি থেকে এম.এ.(মিউজিক)। জ্যোতিষ নিয়ে পড়াশুনা শুরু করেন ২০০১ সাল থেকে, পরবর্তীকালে কৃষ্ণমূর্তী ইনস্টিটিউট, কোলকাতা থেকে স্নাতক ও পি.এইচ.ডি করেন। সেই পথ চলা শুরু। জ্যোতিষ বিষয়ে গবেষণা করতে উনি ভীষন ভালোবাসেন। দীর্ঘ দিন ধরে জ্যোতিষের নানান বিষয়ের উপর গবেশনা করে চলেছেন, তার মধ্যে পডাশুণা, শরীর স্বাস্থ্য, বিবাহ সংক্রান্ত যাবতীয় ব্যাপার, অর্থ ও কর্ম, যমজ সন্তান এই সব বিষয়ের উপর উনি বিশেষ ভাবে পারদর্শীনি। বহু উপাধি পেয়েছেন সারা ভারত থেকে। বেনারসের পণ্ডিত সত্যপ্রকাশ গুপ্তাজীর কাছ থেকে বাস্তু বিষয়ক ব্যাপারে পারদর্শীনি হয়েছেন। হস্তরেখায় পারদর্শীনি হয়েছেন মধ্যপ্রদেশের উজ্জয়ীন-এর ডঃ ডি.কে.বৈদ্য মহাশয়ের কাছে তালিম নিয়ে।
জ্যোতিষ জগতে ডঃ রমা সান্যাল সবার দিদি
অসম্ভব পরিশ্রম করে উনি নিজে নিজের জায়গাটা তৈরী করেছেন। সব সময় নতুন কিছু শেখার প্রচেষ্টা ওনার। যখনই কোন ছক বিচার করেন তখনই সেই ছকের গভীরে ঢুকে মূল সমস্যাটিকে বার করে আনেন ও সমস্যার কথা গভীর মনোযোগে শোনেন, সেটিকে সুন্দর ভাবে উপস্থাপন করে সমস্যার সঠিক প্রতিকার করেন। উনার মাতৃত্ব সুলভ আচরন সবার প্রিয়। ডঃ রমা সান্যাল শুধু একজন স্বনামধন্যা জ্যোতিষীই নন, উনি স্বনামধন্যা হস্তরেখাবীদ ও বাস্তুবীদও। বর্তমানে অধ্যাত্মিক চিন্তাধারার উপর গবেষনা শুরু করেছেন। উনি নিজে হাওড়া বৈদিক অ্যাষ্ট্রলজিকাল রিসার্চ সেন্টার নামে একটি জ্যোতিষ শিক্ষা কেন্দ্র চালু করেছেন বিগত ৫ বছর ধরে, নিজের তত্ত্বাবধানে বহু ভালো জ্যোতিষ তৈরী করেছেন। পড়ানোটা ওনার নেশা ঠিক যেমন জ্যোতিষটা ওনার নেশা, পেশা নয়। এখানেই থেমে নেই, উনি নানান সমাজ সেবামূলক কাজ করে থাকেন, গরীব, অনাথ মেধাবী ছাত্র ছাত্রীদের অর্থ সাহায্য, গরীব স্প্যাষ্টিক বাচ্ছাদের অর্থ সাহায্য, গরীব বিবাহযোগ্যা কণ্যার বিবাহে পাশে দাঁড়ানো, বন্যাত্রানে স্বশরীরে উপস্থিত থেকে সাহায্য দান করা ইত্যাদী নানান কাজে লিপ্ত থাকেন। অফুরন্ত প্রাণশক্তি ওনার। তাইতো জ্যোতিষ জগতে ডঃ রমা সান্যাল সবার দিদি হিসাবেই পরিচিত। বর্তমানে উনি অ্যাষ্ট্রলজি এন্ড অ্যাষ্ট্রলজার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশান (অ্যাষ্ট্রো কাউন্সিল)এর প্রেসিডেন্ট ও গ্লোবাল অ্যাষ্ট্রো ক্লাব, শ্রীলঙ্কা-র স্টেট এক্সিকিউটিভ।